Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
এক নজরে কৈমারী ইউনিয়ন
Location
কৈমারী
Transportation
জলঢাকা সহর থেকে জিরো পয়েন্ট হয়ে ট্রেফিকমোর- - সেখান থেকে টেম্পু /অটো/মোটরসাইেকল যোগে আকা-বাকা তিন কদমের বাজার এবং জলঢকা ডাকুর ডাংঙ্গা হয়ে শৌলমারী ইউপি দিয়ে কৈমারী বাজার আশা যায়। এবং এই বাজারের এক প্রান্তে কৈমারী ইউিনয়ন পরিষদ কায্যলয় অবস্হিত।
Details

এক নজরে ১১নং কৈমারী ইউনিয়ন পরিষদ

 

 

(১) ঐতিহাসিক দর্শনীয় স্থানঃকৈমারী চরকডাংগার মঠে শিব মন্দির এবং কালি মন্দির । আরও আছে উত্তর বংঙ্গের বিখ্যাত মেলা টটুয়া মেলার মাঠ ও মন্দির সমূহ।

(২) মোট জন সংখ্যাঃ২৯,৬৯১ জন।

(৩) গ্রামের সংখ্যাঃ২২টি।

(৪) রাসত্মা/সড়ক সংখ্যাঃ

কাঁচা রাসত্মা

সলিং রাসত্মা

হেরিংবন রাসত্মা

কার্পেটিং রাসত্মা

কালভার্ট

ব্রীজ

পাকা রাস্তা

৬৬ কি:মি:

০৯ কি:মি:

২২ কি:মি:

৭.৫ কি:মি:

২২৮

৪৯

৫০

 

(৫) হাট-বাজারের সংখ্যাঃ১৬ টি।

(৭) শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ৬৪.৪%

প্রতিষ্ঠান

কলেজ

মাদ্রাসা

নিম্ন মাঃ বিঃ

মাঃ বিঃ

প্রাঃ বিঃ

সরকারী

০১টি

০৩টি

০৪টি-

১০টি

২৯টি

বেসরকারী

০০টি

০৮টি

০৪টি

০৮টি

২৩টি

 

(৮) ইউনিয়নের সীমানাঃ             কৈমারী ইউনিয়নের

উত্তরে - শৌলমারী ও নেকবক্ত ইউনিয়ন।

পশ্চিমে - খুটামারা ইউনিয়ন ।

দক্ষিনে - রনচন্ডী ইউনিয়ন।

পূর্বে - নোহালী কচুয়া ইউনিয়ন অবস্থিত।

(৯) আয়তন : প্রায় ৭৫ বর্গমাইল।

(১০) যোগাযোগ ব্যবস্থাঃ সড়ক/ রাস্তা - নীলফামারী হতে জলঢাকা বাস বা অটো রিক্স করে যাওয়া যায় । এবং জলঢাকা হতে অটে রিক্সা ও ভ্যান বাসে কৈমারী ইউনিয়ন আসা যায়। আর চর এলাকা হতে   নৌ পথ।