জলঢাকা থানার কৈমারী ইউনিয়ন এর হারাগাছ বানপাড়ায় তিস্তাপানি বৃদ্ধি পাওয়ায় এলাকার মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। এখানকার মানুষ বন্যার সময় খুব কষ্টে খেয়ে না খেয়ে জীবন যাপন করে , বন্যা যতদিন শেস না হয় ততদিন এদের কষ্টের শিমানা থাকে না। বন্যার সময় কারো কারো বাড়ি ঘর সব কিছু বন্যায় ভাশিয়ে নিয়ে যায়। বন্যা শেষে আবার কোনো মতে জীবন যাপন করার জন্য তারা নতুন করে ঘর বাড়ি তৈরী করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস